ব্রঙ্কসে বেল বাজিয়ে ৯/১১ এর ভিকটিমদের স্মরন
 
 শেখ শফিকুর রহমান,নিউইয়র্ক
প্রকাশিত হয়েছে : ১২ সেপ্টেম্বর ২০২২, ২:০৮ পূর্বাহ্ণ১০ই সেপ্টেম্বর নিউইয়র্ক শহরের ব্রঙ্কস স্ট্রালিং বাংলাবাজারে বেল বাজিয়ে ৯/১১ এর হামলার সময় যারা হারিয়ে গিয়েছিল সেই সব ভিকটিমদের স্মরনে স্মরনসভা অনুষ্ঠিত হয়েছে।ব্রঙ্কস কমিউনিটি বোর্ড ৯ ও ব্রঙ্কস বাংলাদেশ কমিউনিটির যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ব্রঙ্কস ব্যরো প্রেসিডন্ট ভেনেসা এল গিবসন,নিউইয়র্ক স্টেট সিনেটর ফার্নান্ডেজ ,নিউইয়র্ক সিটির ড্রিস্টিক্ট-১৮ কাউন্সিলার আমান্ডা ফারিয়াস,ব্রঙ্কস কমিউনিটি বোর্ড-৯ প্রেসিডন্ট উইলিয়াম রেভারা,মোহাম্মদ এন মজুমদার,ইসলাম মামুন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্জুর চৌধুরী জগলুল,মুতাসিম বিল্লাহ তুষার,সাংবাদিক শেখ শফিকুর রহমান,খলিলুর রহমান প্রমূখ।
২০০১ সাল তথা ২২বছর পুর্বে টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলায় ধবংস হয়ে মাটির সাথে মিশে যায়।
অনুষ্ঠানে এনওয়াইপিডি,এফডিএনওয়াই সদস্যরা গির্জার নেতারা এবং নির্বাচিত জনপ্রতিনিধিরা তারা সবাই নিজের ব্যক্তিগত গল্প শেয়ার করতে জড়ো হয়েছিলেন।কিভাবে দুর্ভাগ্যজনক দিনটি তাদের জীবনকে প্রভাবিত করেছিল।
বক্তারা মুসলিম সম্প্রদায়ের প্রতিবেশীদের সমর্থন করার গুরুত্বকে আরও জোরদার করেছেন যারা হামলার পরের বছর গুলিতে জেনোফোবিয়া অনুভব করেছিলেন।অনুষ্ঠানের সর্বশেষ সেদিন যারা বাড়ী ফেরেননি তাদের স্মরনে একটি বেল বাজানো হয়।
জে/আ নিউইয়র্ক






