জিনদের সঙ্গে যেখানে নবীজির সাক্ষাৎ হয়েছিল

সিকডে
প্রকাশিত হয়েছে : ২২ জুন ২০২২, ৫:৪৮ অপরাহ্ণমসজিদুল হারাম থেকে এক কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে মসজিদুল জিনের অবস্থান। এখানে মহানবী (সা.)-এর সঙ্গে জিনদের একটি দলের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল এবং তারা নবীজি (সা.)-এর প্রতি ঈমান এনেছিল। মক্কার প্রাচীনতম কবরস্থান জান্নাতুল মুয়াল্লার ঠিক পাশেই এর অবস্থান। এটিকে মসজিদুল হারাসও বলা হয়।
কেননা ‘হারাস’ অর্থ পাহারা দেওয়া। আর এই স্থান থেকে বহিরাগতদের গমনাগমন পাহারা দিত মক্কার অধিবাসীরা। মসজিদুল জিন মক্কার প্রাচীন মসজিদগুলোর একটি এবং প্রতিবছর বিপুলসংখ্যক মুসল্লি রাসুলুল্লাহ (সা.)-এর স্মৃতিবিজড়িত এই মসজিদ পরিদর্শনে আসে। প্রকৃতপক্ষে ১৭ শ খ্রিস্টাব্দে এখানে একটি আন্ডারগ্রাউন্ড মসজিদ নির্মাণ করা হয়। কিন্তু বর্তমান সৌদি রাজপরিবার এই মসজিদের আধুনিকায়ন করেছে এবং তাতে মিনার যুক্ত করেছে। এখন মসজিদটিতে আধুনিক সব সুযোগ-সুবিধা রয়েছে।
ঐতিহাসিকরা লেখেন তায়েফ থেকে ফেরার সময় মহানবী (সা.) নাখলা নামক স্থানে কয়েক দিন অবস্থান করেন। সেখানে আল্লাহ তাআলা জিনদের দুটি দলকে তাঁর কাছে পাঠান। সুরা কাহফের ২৯-৩১ আয়াতে এবং সুরা জিনের প্রথম ১৫ আয়াতে তাদের কথা বলা হয়েছে। মানুষের ইসলামবিমুখতার বিপরীতে জিনদের ইসলাম গ্রহণের মাধ্যমে আল্লাহ তাঁর প্রিয় নবীকে সান্ত্বনা প্রদান করেন। (আর-রাহিকুল মাখতুম, পৃষ্ঠা ১৪৬)
ধর্ম-দর্শন/এ