লন্ডনে মীরগঞ্জ ওয়েলফেয়ার অরগেনাইজেশন এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্টিত
লন্ডন থেকে মু.আব্দুল আলী::
প্রকাশিত হয়েছে : ০৯ মার্চ ২০২২, ১২:১২ অপরাহ্ণ
গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের প্রবাসীদের সংগঠন মীরগঞ্জ ওয়েলফেয়ার অরগানাইজেশান এর (২০২১-২০২৩) সেশনের কার্যনির্বাহী কমিটির প্রথম সাধারণ সভা গত (৭ই মার্চ) সোমবার পূর্ব লন্ডনের সোনারগন রেস্টুরেন্টের হলরুমে অনুষ্টিত হয়।
অরগেনাইজেশন এর সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান বাবুল এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মোহাম্মদ আব্দুল আহাদ এর পরিচালনায় সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন মু. আব্দুল আলী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অরগেনাইজেশন এর উপদেষ্টা আছলাম উদ্দিন, সহ সেক্রেটারী মতছিন আলী, ফখরুল ইসলাম, কোষাধ্যক্ষ নইমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মু. আব্দুল আলী, প্রচার সম্পাদক-জসিম উদ্দিন, সহ ক্রিড়া সম্পাদক- নুরুল ইসলাম, সম্মানিত সদস্য- এনামুল হক এনাম, নুরুল ইসলাম, গউস উদ্দিন, সাদিক জাহান আলী।
উক্ত সভায় পবিত্র রমজান উপলক্ষে এলাকার গরিব দুঃস্থদের প্রতি বছরের ন্যায় এবারও খাদ্য সামগ্রি বিতরনের সিদ্ধান্ত গ্রিহিত হয়। খাদ্য সামগ্রি বিতরন ছাড়াও শিক্ষা, চিকিৎসা এবং এলাকার আর্থ সামাজিক উন্নয়নের লক্ষে বিশেষ কিছু পরিকল্পনা গ্রহণ করা হয়। যুক্তরাজ্যের বাহিরে অন্যান্য দেশে বসবাসরত ভাদেশ্বর ইউনিয়নের মীরগন্জ এলাকার নাগরিকদের মীরগঞ্জ ওয়েলফেয়ার অরগেনাইজেশনে সম্পৃক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
তাছাড়া বিগত সময়ে মীরগঞ্জ ওয়েলফেয়ার অরগেনাইজেশন এর সকল কর্মসূচি সফলভাবে সম্পন্ন করায় অরগেনাইজেশন এর স্থানীয় প্রতিনিধি, সম্মানিত ভলেন্টিয়ার্স এবং এলাকার সর্বস্তরের জনগণের প্রতি নেতৃবৃন্দে কৃতজ্ঞতা প্রকাশ করেন। সবশেষে মোনাজাতের মাধ্যমে সবার কার্যক্রম শেষ করা হয়।
সিলেটেরকন্ঠ/হান্নান





