ওসমানীনগরে মৃদু শৈত প্রবাহের আবাস

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০২০, ৯:০৮ অপরাহ্ণবিকাশ সূত্রধর,ওসমানীনগর থেকে
পঞ্জিকার অনুশাসনে এসেছে শীতকাল। তাপমাত্রা কমছে প্রতিদিনই। গ্রামীণ প্রকৃতি জুড়ে এখন শীতের আমেজ। দেশের উত্তরাঞ্চলে এরই মধ্যে বেশ ঠাণ্ডা পড়া শুরু হয়েছে।জেলা উপজেলা আবহাওয়াও জানান দিচ্ছে শীত আসছে। সারাদেশের সাথে সিলেট বিভাগের অধিকাংশ জেলায় এখন তাপমাত্রা ওঠানামা করছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, এ মাসের শেষ সপ্তাহে অন্তত তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে দেশের ওপর দিয়ে। তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়।
ঋতুর পালাবদলে এখন হেমন্ত কালে। স্বাভাবিকভাবেই শীতের আগমন বইবে। তবে এবার যেনো একটু ভিন্ন মাত্রা বয়ে যাচ্ছে আবহাওয়ায়। ঘন ঘন বৃষ্টির ফলে সবজির আবাদ নিয়েও চিন্তিত কৃষকরা।
অন্য বছর দুর্গা পূজার পর থেকেই ঠান্ডার হাওয়া বয়ে যেতো। তবে এবার দেরিতে হলেও আজ সকালে দেখা গেছে হালকা কুয়াশা। দিনের বেলায় রোদের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও সন্ধ্যার পর থেকেই লাগছে হালকা ঠান্ডা।
আবহাওয়া অফিস সূত্র বলছে আগামী কয়েকদিনে কমতে পারে রাতের তাপমাত্রা।
. . . . . . . . .