ওসমানীনগরে হিন্দু পরিবারের জন্য জমি দিলেন মুসলিম পরিবার

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০২০, ৮:৫৮ অপরাহ্ণআহমদ মালিক, ওসমানীনগর থেকে
সিলেটের ওসমানীনগরে হিন্দু পরিবারের জন্য জমি দিয়েছেিএকটি মুসলিম পরিবার। জানাযায় ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের গজিয়া গ্রামের যুক্তরাজ্য প্রবাসী হাজী তাজ উল্লাহ নিজ গ্রাম গজিয়া’য় একটি মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য কয়েকমাস আগে জমিন দিয়েছেন, চলিত সপ্তাহে পৈলনপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামে বেশ কয়েকটি হিন্দু পরিবার সহ এলাকাবাসী যাতায়াতের রাস্তার জন্য নিজ বাড়ির সীমানার দেয়াল ভেঙ্গে দেন।
এ নিয়ে ওসমানীনগর জুড়ে বইছে আলোচনা সমালোচনা। বিশেষ করে সম্প্রীতির অনন্য নজির স্থাপন করায় যুক্তরাজ্য প্রবাসী হাজী তাজ উল্লাহ কে নাানন পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানচ্ছেন।
এ বষিয়ে সাদিপুর ইউনিয়নের গজিয়া গ্রামের যুক্তরাজ্য প্রবাসী হাজী তাজ উল্লাহর পরিবার জানান, প্রায় ২ শতাংশ জায়গার দেওয়াল ভেঙ্গে আল্লাহর ওয়াস্তে দান করেছেন। পৈলনপুর ইউনিয়নের দৌলতপুর একটি অবহেলিত গ্রাম এই গ্রামে হিন্দু পরিবারের লোকজন বেশি বসবাস করেন, গজিয়া ও দৌলতপুর মধ্যখানে বয়ে গেছি খাল (বুড়ি গাং) দৌলতপুর গ্রামবাসীর দাবীতে চলাচল সহজের জন্য এবার এই স্থানে একটি ব্রীজ নির্মান করার জন্য বর্তমান এমপি জনাব মোকাব্বির খান উদ্যোগ নিয়েছেন।
ব্রীজ নির্মাণে রাস্তা বড় করার প্রয়োজনে হাজী তাজ উল্লাহ সাহেবের জায়গার বড় প্রয়োজন ছিলো এবং তিনি বিষয়টি বুজতে পেরে নিজ থেকেই নিজের বাড়ির দেয়াল ভেঙ্গে দিলেন রাস্তার জন্য। দৌলতপুর গ্রামের পক্ষ থেকে সরকারি চাকুরীজীবি মতি লাল দত্ত সহ গ্রামের সবাই হাজী তাজ উল্লাহ সাহেবসহ উনার ছেলমেয়েদেরকে ধন্যবাদ জানান।
সেই সাথে স্থানীয় সংসদ সদস্য মোকাব্বির খান কে হিন্দু পরিবারসহ এলাকাবাসী সবার প্রয়োজনে সহজ চলাচলের জন্য দ্রুত একটি ব্রীজ নির্মাণ করে দেওয়ার সুদৃষ্টি কামনা করেন ।
. . . . . . . . .