কমছে না চালের দাম, স্বস্তি নেই সবজিতেও

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০২০, ১:৩১ অপরাহ্ণসিলেটের কন্ঠ ডেস্ক
সরকার চাল আমদানীর উদ্যোগ নিলেও কমছে না দাম। ব্যবসায়ীদের দাবি, তাদের মাধ্যমেই চাল আমদানী করার। মিল মালিকদের কারসাজিকে দূষছেন বাড়তি দামের জন্য। এছাড়া রাজধানীর বাজারে বেড়েছে পেঁয়াজ, আলুসহ প্রায় সব নিত্যপণ্যের দাম। সবজি, ব্রয়লার মুরগী, ডিমের সাথে ইলিশও যুক্ত হয়েছে দাম বাড়ার তালিকায়।সব ধরণের চাল বিক্রি হচ্ছে বাড়তি দামেই। বাড়তি দামের জন্য মিল মালিকদের সিন্ডিকেটকেই দায়ি করছেন বিক্রেতারা।এদিকে দাম বেড়েছে প্রায় সব নিত্যপণ্যের হাইব্রিড পেয়াঁজ সপ্তাহের ব্যবধানে বেড়েছে ১০ টাকা। আদা ও রসুনও বিক্রি হচ্ছে ১০ টাকা বেশি দামে। বেড়েছে সয়াবিন তেল ও ডালের দাম।স্বস্তি নেই সবজির বাজারেও। সব ধরণের সবজির দাম বাড়তি। আলু বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৪৫ টাকায়। কাঁচামরিচ ৪০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২শ’ ৪০ টাকায়। ৬০ টাকার ওপরে প্রায় সব সবজির দামমাছের বাজার স্থিতিশীল থাকলেও বাড়তি দামে বিক্রি হচ্ছে ইলিশ। আকারভেদে কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৫শ” থেকে ১১শ টাকা পর্যন্ত।বাজার তদারকির দাবি ক্ষুদ্ধ ক্রেতাদের। ডিম ও ব্রয়লার মুরগি, তবে অপরিবতির্ত রয়েছে গরু ও খাসীর মাংসের দাম। . . . . . . . . .