ওসমানীনগরে সাবেক সাংসদ শফিক চৌধুরীর পক্ষ থেকে সুরক্ষা সামগ্রী বিতরণ
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০২০, ৭:৪৭ অপরাহ্ণওসমানীনগর প্রতিনিধিঃ
সিলেট-২ আসনের সাবেক সাংসদ ও সিলেট জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর ব্যক্তিগত ত্রাণ তহবিল থেকে কোভিড- ১৯ সংক্রমন প্রতিরোধ ও সচেতনতার লক্ষ্যে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা হলরুমে সুরক্ষা সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন, শফিকুর রহমান চৌধুরী, ওসমানীনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাহমিনা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি চঞ্চল পালসহ আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগের নেতৃবৃন্দ। এসময়, উপজেলা প্রশাসন, ওসমানীগর থানা, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ ও প্রেস ক্লাবের সাংবাদিকদের মধ্যে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
. . . . . . . . .