সিলেট চেম্বারে দোয়া মাহফিল অনুষ্টিত

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৬ অক্টোবর ২০২০, ৭:৫৪ অপরাহ্ণস্টাফ রিপোর্ট:
সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি আবু তাহের মো. শোয়েব, সিনিয়র সহ সভাপতি চন্দন সাহা ও পরিচালক মো. আতিক হোসেনের আশু রোগমুক্তির জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় সিলেট চেম্বার কনফারেন্স হলে দোয়া মাহফিল পরিচালনা করেন কারাগার জামে মসজিদের ইমাম হাফিজ ক্বারি মো. অলিওল্লাহ।
দোয়া মাহফিলে চেম্বার সহ সভাপতি তাহমিন আহমদ মহান আল্লাহ তাআলার দরবারে সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মো. শোয়েব, সিনিয়র সহ সভাপতি চন্দন সাহা ও পরিচালক মো. আতিক হোসেনের আশু রোগমুক্তি কামনা করেন এবং সিলেট চেম্বারের সকল সদস্য, ব্যবসায়ী মহল ও শুভানুধ্যায়ীদের কাছে তাদের জন্য দোয়া চেয়েছেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট চেম্বারের পরিচালক পিন্টু চক্রবর্তী, মুশফিক জায়গীরদার, মো. আব্দুর রহমান (জামিল), আলীমুল এহছান চৌধুরী, সিলেট চেম্বারের সাবেক পরিচালক এনামুল কুদ্দুছ চৌধুরী, সিলেট চেম্বারের সদস্য আব্দুল হাদী পাবেল, সালাহউদ্দিন চৌধুরী, জনাব খালেদ আহমদ চৌধুরী, নুরুজ্জামান সিদ্দিকী (মুক্তা), কয়ছর আলী প্রমুখ। . . . . . . . . .