অনলাইনে ৩৬ টাকা দরে কেনা যাবে টিসিবি’র পেঁয়াজ

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২০ সেপ্টেম্বর ২০২০, ১১:১১ অপরাহ্ণডেস্ক রিপোর্ট: ঘরে বসেই অর্ডার করে কেনা যাবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পেঁয়াজ। এখন থেকে অনলাইনে একজন ৩৬ টাকা কেজি দরে তিন কেজি করে পেঁয়াজ কিনতে পারবে। এক্ষেত্রে ডেলিভারি চার্জ বাবদ সর্বোচ্চ ৩০ টাকা দিতে হবে।
রবিবার (২০ সেপ্টেম্বর) এক টিসিবির পেঁয়াজ অনলাইনে বিক্রির কার্যক্রম ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। শিগগিরই ক্রেতারাঅনলাইনে পেঁয়াজ অর্ডার করতে পারবে।
জানা গেছে, আপাতত যেসব প্রতিষ্ঠান পেঁয়াজ হোম ডেলিভারির সঙ্গে যুক্ত হচ্ছে সেগুলো হলো-চালডাল, স্বপ্ন অনলাইন, সিন্দাবাদডটকম ও সবজিবাজারডটকম। এছাড়া বিডিসোল ও একশপ এ কার্যক্রমে যুক্ত হতে পারে আগামীকাল থেকে। প্রতিটি প্রতিষ্ঠানকে তিন দিনে ৫০০ কেজি করে পেঁয়াজ দেবে টিসিবি। আপাতত এ সেবা ঢাকা ও চট্টগ্রামে সীমিত থাকবে।
বাণিজ্যমন্ত্রী বলেন, অনেকেই সামাজিক কারণ ও সময়ের অভাবে রাস্তায় লাইনে দাঁড়িয়ে টিসিবির ট্রাক থেকে পেঁয়াজ কিনতে পারেন না। এ ছাড়া টিসিবির ট্রাক সংখ্যা বাড়ানোর সক্ষমতাও সীমিত। তাই ই-কমার্স প্রতিষ্ঠানকে যুক্ত করে অনলাইনে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। সরকার এবার টিসিবির মাধ্যমে বিপুল পরিমাণ পেঁয়াজ আমদানির চিন্তা করছে। বড় ব্যবসায়ীরাও পেঁয়াজ আমদানি করে টিসিবিকে দেবেন।
গত ১৪ সেপ্টেম্বর ভারত হঠাৎ করে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। এরপর দেশে পেঁয়াজের দাম ব্যাপকভাবে বেড়ে যায়। তবে গত কয়েক দিন ধরে দাম পড়তির দিকে রয়েছে। . . . . . . . . .