অস্ত্রোপচারের পর বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য সাংবাদিক নূর উদ্দিনের শিশু পুত্রের মৃত্যু
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৬ জুলাই ২০২০, ১২:৪২ অপরাহ্ণডেস্ক রিপোর্ট: অস্ত্রোপচারের পর লাইফ সাপোর্টে থাকা বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য সাংবাদিক নূর উদ্দিনের শিশু পুত্র রিফাতের মৃত্যু হয়েছে। সোমবার সকালে নগরীর মা ও শিশু হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন বিশ্বনাথের সাংবাদিক এমদাদুর রহমান মিলাদ।
তিনি জানান, রবিবার রাত ১০টায় সিলেট নগরীর মা ও শিশু হাসপাতালে রিফাতের পায়ুপথে অস্ত্রোপচার করা হয়। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে রাত ১টায় তাকে লাইফ সাপোর্টে(আইসিইউ) নেয়া হয়। সোমবার সকালে মৃত্যু হয় শিশুটির। . . . . . . . . .





