করোনায় আক্রান্ত বিএনপি নেতা এনামুল হক চৌধুরীকে ঢাকায় স্থানান্তর
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৫ জুলাই ২০২০, ৮:৫০ পূর্বাহ্ণবিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। শনিবার বিকেলে তাকে আইসিইউ অ্যাম্বুলেন্স যোগে ঢাকার এভার কেয়ার হসপিটালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় বলে মাউন্ট এডোরা হাসপাতালের একটি সূত্র জানিয়েছ।
হাসপাতাল সূত্র জানায়, গত মঙ্গলবার করোনাভাইরাসের উপসর্গ নিয়ে নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি হন ড. এনামুল হক। পরদিন বুধবার একই হাসপাতালে ভর্তি হন তার মা ও বাবা। হাসপাতাল সূত্রে জানা যায়, এনামুল হকের মায়ের অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি কেবিনে চিকিৎসা নিচ্ছেন। তবে আইসিইউ’তে থাকা এনামুল হকের বাবার অবস্থা সংকটাপন্ন। ড. এনামুল হক চৌধুরীর স্ত্রী নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন বলে জানা গেছে।
ড. এনামুল মূলত বিএনপির মধ্যপ্রাচ্য উইংয়ের দায়িত্ব পালন করেন। মহানগর বিএনপির পক্ষ থেকে তার সুস্থতা কামনা করে শনিবার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এর আগে গত শুক্রবার করোনায় আক্রান্ত হয়ে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ হক মারা যান। . . . . . . . . .





