এম এ হকের মৃত্যুতে মেয়র আরিফের শোক
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ জুলাই ২০২০, ৬:৪৪ অপরাহ্ণকরোনার উপসর্গ নিয়ে সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা ও সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি এম এ হক ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)।
আজ শুক্রবার ( ৩জলাই) সকাল ১০টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এদিকে এম এ হকের মৃত্যতে শোক জ্ঞাপন করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র ও জাতীয়তাবাদী দল- বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী।
এক শোক বার্তায় তিনি বলেন বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এম এ হক এর মৃত্যুতে দলের অপূরণীয় তি হয়েছে। মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। . . . . . . . . .





