প্রাক্তন মেয়র কামরানের মৃত্যুতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডর শোক
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০২০, ৮:২৮ অপরাহ্ণ
সিলেটের কন্ঠ ডেস্ক:
সিলেটের আপনজন বর্ষীয়ান রাজনীতিবিদ সাবেক সিটি মেয়র ,কেন্দ্রিয় আওয়ামী লীগের সদস্য বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলা শাখা।
এক শোক বার্তায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলা শাখা’র সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন পারভেজ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জবরুল হোসেন সহ নেতৃবৃন্দ।
বলেন, গণমানুষের নেতা বদর উদ্দিন আহমদ কাসরান পৃথিবী ছেড়ে চলে যাওয়ায় দেশ একজন বিশিষ্ট রাজনীতিবিদকে হারালো। তাঁর মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে যে শূণ্যতা সৃষ্টি হলো তা অপূরণীয়।
কামরান এদেশের রাজনীতিতে যে অবদান রেখেছেন তা বাঙালি জাতি চিরদিন স্মরণ রাখবে।তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবার ও রাজনৈতিক অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। . . . . . . . . .




