কামরানকে নিয়ে আজাদের ফেইসবুকে হৃদয়বিদারক স্ট্যাটাস
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৮ জুন ২০২০, ৭:৩৪ পূর্বাহ্ণকাউন্সিলর আজাদুর রহমান আজাদের ফেইছবুক টাইমলাইন থেকে নেয়া।
সোস্যাল মিডিয়া ডেস্ক: বদর উদ্দিন আহমেদ কামরান।
নামটি শুনলেই যে কেউ একবাক্যে বলে উঠে সিলেটের কামরান। সত্যিকারের একজন মাটি ও মানুষের নেতা। একটা সময় এমন ছিলো দেশের অন্যান্য অঞ্চলে সিলেট আওয়ামীলীগের কথা উঠলেই সর্বপ্রথম কামরান নামটি সবার মুখে আসতো। উনার জনপ্রিয়তা সমাজের সব শ্রেণীতে সমানভাবে বিদ্যমান।
মানুষটিকে খুব কাছ থেকে দেখেছি, একসাথে রাজনীতি করেছি, জেলও খেটেছি। অত্যন্ত নরম মনের মানুষ। উনাকে দেখে অনেক কিছুই শেখার সৌভাগ্য হয়েছে আমার। জননেত্রীর সিদ্ধান্ত বাস্তবায়ন করতে একসাথে অনেক জুলুম নির্যাতনেরও স্বীকার হয়েছি।
করোনা কালীন দুঃসময়ে সমাজের অসহায় জনগণের কল্যাণে কাজ করতে গিয়ে আজ নিজেই সংক্রমিত প্রিয় কামরান ভাই। আমি মনেপ্রাণে বিশ্বাস করি- এতো মানুষের ভালোবাসা পাওয়ার সৌভাগ্য যার হয়েছে তিনি নিশ্চয়ই ফিরে আসবেন সুস্থ হয়ে শীঘ্রই। সিলেটের মানুষ জনতার কামরানের হাসি মুখ দেখার অপেক্ষায় আছে। আপনার আদর-স্নেহ-শাসন আবারও আমাদের রাজপথে সংগ্রামের সাহস যোগাবে। প্রিয় নেতা সুস্থ হয়ে আবারও রাজপথের হাল ধরুন।
মহান আল্লাহতায়ালা আপনাকে সুস্থতা দান করুক। আমিন। . . . . . . . . .




