বালাগঞ্জে সারসপুর যুব ঐক্য পরিষদের আত্মপ্রকাশ
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ জুন ২০২০, ১০:৫৯ অপরাহ্ণবালাগঞ্জ প্রতিনিধি
সিলেটের বালাগঞ্জের ৪নং পশ্চিম গৌরীপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের অন্তর্গত সারসপুর গ্রামের যে কোন সমস্যা সম্মিলিত ভাবে সমাধান ও সমাজের কল্যান করার লক্ষে যুবকদের নিয়ে গঠিত হয়ছে “সারসপুর যুব ঐক্য পরিষদ”।
বুধবার সারসপুর গ্রামের সর্বস্থরের যুবকদের উপস্থিতে ৪৩ সদস্য বিশিষ্ট কমিঠি গঠন করা হয়।
উক্ত কমিটিতে ৭ জন কে পরিচালকের দায়িত্ব দেওয়া হয়।
তারা হলেন-জাহেদ আহমদ, রেজাউল ইসলাম রাজন, আলী আব্বাস, শ.ম.জাহাঙ্গীর আলম, শাহরিয়ার আহমদ খালেদ, খালেদ আহমেদ, নবীন আহমদ, কমিটির অন্যান্য সদস্যবৃন্দ- জুনেল, আহসান, জুনেদ, তোহা, সুজেল, মারুফ, আরফিন শিবলু, জাকের, মিজান, হাসান, সালমান, শিপন, মামুন, শাহজান, হিমেল, নাবিল, রাফি, সুহিন, নাঈম, ফাহিম, মিছল, এমাদ, শিহাব, মাহিম, আবদুল্লাহ, সাইফুল, ইকরাম, আব্দুর রাহমান, তাজুল, জাহানগীর, শিবলু২, রনি, তোফায়েল, শিমুল, রাসেল প্রমুখ। . . . . . . . . .




