দাখিলে পাঠানটুলা জামেয়ার কৃতিত্বপূর্ণ ফলাফল
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০১ জুন ২০২০, ১০:৫৫ পূর্বাহ্ণডেস্ক রিপোর্টঃ
শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল (এম.এ) মাদরাসা, পাঠানটুলা, সিলেট এবারের দাখিল পরীক্ষায় সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে এবারের আলিম পরীক্ষায় জামেয়া থেকে মোট ২৩১ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেন। সাধারণ বিভাগ থেকে ১২৫ জন এবং বিজ্ঞান বিভাগ থেকে ১০৬ জন। উত্তীর্ণ হয়েছেন ২০৬ জন। পাশের হার শতকরা ৯৭. ৬৩ ভাগ।
উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্যে এ প্লাস পেয়েছে ৩৭ জন, এ ১০০ জন, বি ১৭৬ জন, সি ৪ জন। জিপিএ ৫ প্রাপ্ত ৩৭ জনের মধ্যে সাধারণ বিভাগে ২ জন এবং বিজ্ঞান বিভাগে ৩৫ জন। এর মধ্যে ছাত্র ২৭ জন এবং ছাত্রী ১০ জন। গত বছর দাখিল পরীক্ষায় ২৪৫ জন পরীক্ষার্থীদের মধ্যে জিপিএ ৫ পেয়েছিল ২৭ জন।
শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা লুৎফর রহমান হুমায়দী তাঁর জামেয়ার দাখিল’র ফলাফলে সন্তোষ প্রকাশ করে বলেন, জামেয়ার এ সাফল্যে মহান রাব্বুল আলামীনের শুকরিয়া আদায় করছি। উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের জানাচ্ছি ফুলেল শুভেচ্ছা এবং অভিনন্দন। সাথে সাথে জামেয়ার শিক্ষক মন্ডলী, গভর্নিং বডির সদস্যবৃন্দ এবং সম্মানিত অভিভাবক, শুভাকাংখীবৃন্দ সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। . . . . . . . . .




