বালাগঞ্জে ইউপি সদস্য আব্দুল জলিল বেবি’র বিরুদ্ধে ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০১ জুন ২০২০, ১২:৩১ পূর্বাহ্ণবালাগঞ্জ প্রতিনিধি
বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল জলিল বেবির বিরুদ্ধে স্বামী জীবিত থাকা অবস্থায় স্ত্রীকে বিধবা ভাতা প্রদান সহ করোনা সংকটে কর্মহীন অসহায় মানুষের মধ্যে সরকারের খাদ্য সহায়তা কর্মসূচির ত্রাণ বিতরণের তালিকা প্রণয়ন ও বরাদ্দ করা খাদ্যসামগ্রী বিতরণে স্বজনপ্রীতি অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করেছেন স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. আমিন মিয়া ও সাধারন সম্পাদক মো. তুরন মিয়া।
গত ২০ মে বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দায়ের করা একটি অভিযোগ পত্র থেকে জানা যায়, ইউপি সদস্য তিনি’র নিকট আত্মীয় স্বজন ও সমর্থকদের মধ্যে ৪/৫ বার করে সরকারি সহায়তা প্রদানের কারনে সুবিধা বঞ্চিত হচ্ছেন করোনা সংকটে বিপাকে পড়া প্রকৃত অভাবগ্রস্থরা।স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে মৌখিকভাবে ত্রাণ বিতরনে অনিয়মের অভিযোগ জানানোর পরও তিনি কোন পদক্ষেপ নেননি।
বিষয়টি তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণে সংশ্লিস্টদের নিকট আবেদন জানান তারা। . . . . . . . . .




