নিউইয়র্কে মানবতার সেবায় এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি
 
 সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩১ মে ২০২০, ৫:০৭ পূর্বাহ্ণডেস্ক রিপোর্টঃ
কোভিড ১৯ এর ভয়াবহ বিস্তারে যুক্তরাষ্ট্র এখন মৃত্যুকুপে পরিনত। প্রতিদিন হাজার হাজার মৃত্যুর মিছিল। মৃত্যুর সংখ্যা লাখ ছাড়িয়ে গেছে ইতোমধ্যে। প্রবাসী বাংলাদেশীদের জীবনও বিপন্ন। শত শত প্রবাসী বাংলাদেশীর প্রান কেড়ে নিয়েছে প্রানঘাতী এই ভাইরাস।
যুক্তরাষ্ট্রের মধ্যে সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতি এখন নিউইয়র্কে। এই কঠিন পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউ এস এ ইনক আর্ত মানবতার সেবায় আত্মনিয়োগ করেছে।
করোনা ভাইরাসের বিস্তারের শুরু থেকে এই সংগঠনটি খাদ্য সামগ্রী বিতরন কার্যক্রম শুরু করেছে।প্রতিদিনই নিউইয়র্কের ফুটপাতে দাঁড়িয়ে বিতরন করছে ত্রান। মানবতার পাশে দাঁড়ানো এই সংগঠনটির কার্যক্রম ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।
সংগঠনটির সাধারন সম্পাদক মো. জাবেদ উদ্দিন জানিয়েছেন-‘আমরা শুধু প্রবাসী বাংলাদেশীদের মধ্যে খাদ্য সহায়তা বন্টনে সীমাবদ্ধ থাকিনি। আমরা এখানে বসবাসরত সকল শ্রেনীর মানুষের জন্য কাজ করছি।’ তাদের এই কর্মকান্ড স্থানীয় মিডিয়ায় ফলাও করে প্রচারিত হয়েছে। ব্যাপক ত্রান কার্যক্রম পরিচালনায় সহায়তার হাত প্রশস্ত করেছেন
আল আমিন জামে মসজিদের সেক্রেটারি কোয়েস আহমেদ, অ্যাস্টরিয়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি সুহেল আহমেদ,স্টেট অ্যাসেম্বলির প্রার্থী জর্দান মামদানি,সাবেক ডিস্ট্রিক্ট অ্যাটর্নি জুলিয়া ফোরম্যান,টাইম টিভির সিইও আবু তাহের, কংগ্রেস ম্যারি জোবাদা,বরদুন খান মিতা, দেওয়ান শাহেদ চৌধুরী, সমশের আলী, এমদাদ তরফদার। তাদের সবাইকে সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ দিয়েছেন সংগঠনের সেক্রেটারি মোহাম্মদ জাবেদ উদ্দিন। এই কার্যক্রম অব্যহত থাকবে বলে জানিয়েছেন তিনি। . . . . . . . . .






