কোম্পানীগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩১ মে ২০২০, ৩:১৬ পূর্বাহ্ণস্টাফ রিপোর্টার :: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরগাঁও ছাতিরটুক গ্রাম থেকে ২৬০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশনায় কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (সাময়িক দায়িত্বে) মোহাম্মদ রাজি উল্লাহ খানের নেতৃত্বে অভিযান চালিয়ে শনিবার (৩০ মে) রাতে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হল টুকেরগাঁও এলাকার মৃত তেরাব আলীর ছেলে মোহাম্মদ আবদুল হাসিম ও নয়া গাঙের পাড় এলাকার শামসুল ইসলামের ছেলে মোহাম্মদ ফারুক আহমেদ।
এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানার এস আই মোহাম্মদ শামসুল আরেফিন জিহাদের দাখিলকৃত এজাহারের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান জানান, করোনা ভাইরাসের সামগ্রিক পরিস্থিতি মোকাবিলার পাশাপাশি পুলিশ মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় কোম্পানীগঞ্জে ইয়াবাসহ উল্লেখিত আসামীদের গ্রেপ্তার করা হয়। . . . . . . . . .




