পত্রিকায় সংবাদ প্রকাশ, ব্যানার থেকে পাইপ সরিয়েছে বালাগঞ্জ উপজেলা হাসপাতাল
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩০ মে ২০২০, ১২:৩০ অপরাহ্ণতারেক আহমদ, বালাগঞ্জ
সম্প্রতি বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল গেইটের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর একটি ব্যানারে বঙ্গবন্ধু’র ছবি ছিদ্র করে একটি ভেসিনের পাইপ লাগানো হয়েছিল।
বিষয়টি নজরে আসে স্থানীয় এক ছাত্রনেতার। গত বৃহস্পতিবার রাতে তিনি এ প্রতিবেদককে এবিষয়ে অবগত করেন। পরে, বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরেজমিনে গিয়ে বিষয়টির সত্যতা নিশ্চিত হয়ে,
“বঙ্গবন্ধুর ছবির উপর ভেসিনের পাইপ,
উদাসীন বালাগঞ্জ উপজেলা হাসপাতাল কর্তৃপক্ষ”
শিরোনামে শুক্রবার দুপুরে বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে একটি সংবাদ প্রকাশিত হয়।
সংবাদটি কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হওয়ার পর বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বালাগঞ্জ উপজেলা যুবলীগ নেতা তুহিন মনসুরের উপস্থিতিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ তাদের ভূল স্বীকার করে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ব্যানার থেকে পাইপটি সরিয়ে ফেলেছে। . . . . . . . . .




