সাংবাদিক শিপন’র ওপর হামলার ঘটনায় বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নিন্দা
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৬ মে ২০২০, ১২:১০ অপরাহ্ণবালাগঞ্জ প্রতিনিধি
বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ, দৈনিক কালের কণ্ঠ ও সিলেট মিরর’র বিশ্বনাথ প্রতিনিধি মোহাম্মদ আলী শিপন’র ওপর হামলার ঘটনা ঘটেছে।
স্থানীয় এক মাদকসেবী গত শুক্রবার (১৫ মে) বিকালে বিশ্বনাথে হামলা চালিয়ে সাংবাদিক শিপনকে রক্তাক্ত জখম করে। এ ঘটনার পর আহত সাংবাদিককে প্রথমে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
হামলাকালে সাংবাদিক মোহাম্মদ আলী শিপন’র কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার সাথে জড়িত স্থানীয় মাদকসেবী এলাকার বিভিন্ন অপরাধ তৎপরতার সাথে জড়িত বলে জানা গেছে।
এদিকে ন্যক্কারজনক এ ঘটনার সাথে জড়িত অপরাধীকে গ্রেফতার এবং শাস্তির দাবি জানিয়েছে বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাব। বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাব-এর সভাপতি রজত চন্দ্র দাস ভুলন এবং সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু এক বিবৃতিতে প্রেসক্লাব-এর পক্ষ ঘটনার নিন্দা জানিয়ে অপরাধীর শাস্তি দাবি করেছেন। . . . . . . . . .




