রঞ্জিত সরকারের উপর মামলায় নিন্দা ও প্রতিবাদ
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৬ মে ২০২০, ২:৩১ পূর্বাহ্ণডেস্ক রিপোর্টঃ
সিলেটে সরকারি এক কর্মকর্তার উপর হামলার অজুহাতে জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক,এডিশনাল পিপি এডভোকেট রঞ্জিত সরকারের উপর ঘৃণ্য, ষড়যন্ত্রমুলক মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেট জেলা ও মহানগর যুবলীগ, স্বেচ্ছা-সেবকলীগ, কৃষকলীগ, শ্রমীকলীগ ও তাতীলীগ।
শুক্রবার (১৫ ই মে) রাতে গণমাধ্যমে পাঠানো এক নিন্দা বার্তায় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সামান্য একটি ঘটনার অজুহাতে স্বনামধন্য ও পরিক্ষিত রাজনীতিবিদ এড. রঞ্জিত সরকারের উপর যে মামলা হয়েছে তা পুরো আওয়ামী লীগ পরিবারকে ভাবিয়ে তুলেছে। সাবেক এক ছাত্রদল নেতার কথায় মামলা নেয় পুলিশ, তাৎক্ষণিক একজনকে গ্রেপ্তারও করে। এর পেছনে কার হাত রয়েছে- তা অবিলম্বে তদন্ত করে বের করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।
নেতৃবৃন্দ বলেন, আওয়ামী লীগের নেতৃবৃন্দ সব সময় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাথে সুমধুর ব্যবহার করেন। কিন্তু কোন এক অদৃশ্য শক্তির হাতে বিনা কারনে বলি হতে হয়েছে রঞ্জিত সরকারকে।সাবেক ছাত্রদল নেতা, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা কাজী আশরাফুল ইসলামের কথায় মামলা নেয় পুলিশ, তাৎক্ষণিক একজনকে গ্রেপ্তারও করে। এর পেছনে কার হাত রয়েছে তা অবিলম্বে তদন্ত করে বের করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।
অবিলম্বে রঞ্জিত সরকারের উপর মামলা প্রত্যাহার করার জোর দাবি জানান তারা।
বিবৃতিদাতারা হলেন,সিলেট জেলা যুবলীগের সভাপতি শামিম আহমদ ভিপি,সাধারণ সম্পাদক মো: শামিম আহমদ, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খাঁন মুক্তি, সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার, সিলেট জেলা সেচ্ছাসেবলীগ সভাপতি আফছর আজিজ, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমেদ কয়েছ,সিলেট মহানগর স্বেচ্ছাসেবক সভাপতি আফতাব হোসেন খান,সাধারণ সম্পাদক দেবাংশু দাশ মিটু,সিলেট মহানগর শ্রমিক লীগের সভাপতি এম.শাহরিয়ার কবির সেলিম,সাধারণ সম্পাদক নাজমুল আলম রুমেন,মহানগর কৃষক লীগের সভাপতি আব্দুল মোমেন চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রকিব বাবলু,সিলেট মহানগর তাঁতী লীগের আহবায়ক নোমান আহমদ,সদস্য সচিব শেখ মোঃ আবুল হাসনাত বুলবুল, সিলেট জেলা তাঁতীলীগের আহবায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব সুজন দেবনাথ। . . . . . . . . .




