প্রেমের ফসিল: মো.মিজাহারুল ইসলাম
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৫ মে ২০২০, ১:৪৮ অপরাহ্ণ
আঁধারের বুকে জাগো- মায়াবী চাঁদ
পৃথিবী জুড়ে থাক জোছনা নিখাঁদ।
অচেনা আঁধারে ডোবে মানব জমিন
মনের গহীনে শোক- অসুখ কঠিন।
শ্রান্ত দুচোখ তবুও ঘুমের দুয়ারে খিল
জোনাকি হতে চায় আলোর মিছিল।
বেভুলা বাউল ঘুরে পুরনো স্বভাব
জোনাকির ডাকে সে-দেয়না জবাব।
বিরহী বাউল বুঝে জোনাকির ফাঁদ
চাঁদের আঁচলে হয় জোছনার আবাদ।
জোছনার প্রেমে যদি মরে যায় দিল
চাঁদনী পশরে ভাসে প্রেমের ফসিল।
. . . . . . . . .




