৩৩৩ এ কল করে খাদ্য সহায়তা পেলেন দক্ষিণ সুনামগঞ্জের ৮ জন ব্যক্তি! বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মি।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার, জয়কলস ইউনিয়নের গাগলী গ্রামের ০৮ জন ব্যক্তি ৩৩৩ এ কল করে জেলা প্রশাসক, সুনামগঞ্জের নিকট জানান যে, তারা অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছেন! তাদের আবেদন আমলে নিয়ে জেলা প্রশাসন থেকে উপজেলা প্রশাসন, দক্ষিণ সুনামগঞ্জ এর নিকট উক্ত আট ব্যক্তির তালিকা প্রেরণ করা হয়।
জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী উপজেলা প্রশাসন তাদের প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে ১০ কেজি চাল, ১ কেজি ছোলা, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ১ লিটার তেল, এবং প্রয়োজনীও আলু ও পেঁয়াজ পৌছে দেয়।




