বুরুঙ্গায় যুক্তরাজ্য প্রবাসী আতাউর খাঁনের খাদ্যসামগ্রী বিতরণ
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৪ মে ২০২০, ২:৫৫ অপরাহ্ণবদরুল ইসলাম শাকিরঃ
প্রাণঘাতী মহামারি করোনাভাইরাসে লক ডাউন পুরো দেশ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে অসহায় দিনমজুর খেটে খাওয়া মানুষগুলো। তাদের প্রতিদিনের আয়টুকুই একমাত্র ভরসা।সবকিছু বন্ধ থাকায় তারা কাজের জন্য ঘরের বাহিরে যেতে পারছেন না। সব মিলিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। তাদের কথা চিন্তা করে অসহায় মানুষের পাশে দাঁড়ান ওসমানী নগর উপজেলার কৃতি সন্তান নর্থাসাম্পটনশায়ার বিএনপির সহ- সভাপতি ও বুরুঙ্গা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জনাব জামাল খাঁন ( সামছু) সাহেবের বড় ভাই সমাজসেবক জনাব আতাউর খাঁন সাহেবের অর্থায়নে ত্রান বিতরণ করা হয়।
আজ বৃহস্পতিবার (১৪ ই মে) দুপুরে বুরুঙ্গা ইউনিয়নের প্রথম পাশা পশ্চিম প্রথম পাশা ও শসার কান্দি গ্রামের অসহায় ও নিম্ন মধ্যবিত্ত ১৮০ টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
যুক্তরাজ্য প্রবাসী জনাব আতাউর খাঁন বলেন, গৃহবন্ধী অসহায় দিনমজুর পরিবারে চলছে হাহাকার। তাই এই দুঃসময়ে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান করেন। . . . . . . . . .




