নিউইয়র্কে বিয়ানীবাজারী ছেলের মৃত্যুর পর পিতার মৃত্যু
 
 সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১২ মে ২০২০, ৩:২৫ অপরাহ্ণফরহাদ আহমদঃ
নিউইয়র্কে করোনাভাইরাসে ছেলের মৃত্যুর একদিন পরই বাবাও মারা গেলেন।
২৪ ঘন্টার ব্যবধানে একই পরিবারের দুই জনের মৃত্যুতে পুরো বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। শোকে অনেকটা পাথর মুহিবুর রহমানের পুরো পরিবার। একটি নয়, দুটো মৃত্যুর বোঝা বহন করতে হচ্ছে তাঁদের। গত ১০ মে করোনায় ছেলে মারা যাওয়ার পর বাবা মুহিবুর রহমান মারা গেলেন করোনায় ১১মে।
নিউইয়র্কের ব্রুকলিনের কনি আইল্যান্ডে পরিবার-পরিজন নিয়ে বসবাস করতেন মুহিবুর রহমান। মুহিবুর রহমানের ছেলে ফখরুজ্জামান অপু করোনায় আক্রান্ত হয়ে কনি আইল্যান্ড হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পিতা এবং পুত্র দুইজনকেই নিউজার্সির মুসলিম গোরস্তানে একই দিন দাফন করা হবে।
উল্লেখ্য, মুহিবুর রহমানের দেশের বাড়ি সিলেটের বিয়ানীবাজারের মাটিজুরা গ্রামে।
এদিকে করোনাভাইরাসে নিউইয়র্কে বসবাসকারী পারভেজ নামের আরও এক বাংলাদেশি ম্যানহাটনের মাউন্ট সিনাই হাসপাতালে মারা গেছেন। তাঁর দেশের বাড়ি নোয়াখালির লক্ষীপুরে। এ নিয়ে আমেরিকায় করোনায় ২৫৪ জনের মৃত্যু হয়েছে। . . . . . . . . .






