পানসি বাজারের ছাদ থেকে পড়ে গার্ডের মৃত্যু(ভিডিও)
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১১ মে ২০২০, ৩:৫৬ অপরাহ্ণনিজস্ব প্রতিবেদকঃ
সিলেট নগরীর কাজলশাহ পানসী বাজারের ছাদ থেকে পড়ে এক সিকিউরিটি গার্ডের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তি পার্থ বিশ্বাস (৩৫)। তিনি সিএসএস কোম্পানীতে চাকরী করতেন।
পানসী বাজারের সিসিটিভ ফুটেজ অনুযায়ী রোববার (১০ মে) দিবাগত রাত ২টা ৩৩ মিনিটে এ ঘটনা ঘটে।
এ ঘটনাটি সিলেটেরকন্ঠকে নিশ্চিত করেছেন এসএমপির কোতোয়ালী থানার ওসি মো. সেলিম মিয়া।





