ব্যবসায়ীদেরকে ধন্যবাদ, এবার কেনাকাটা ছাড়াই ঈদ হবে সিলেটে
 
 সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০ মে ২০২০, ১:০৬ পূর্বাহ্ণসাজ্জাদুর রহমান আনছারী লন্ডন থেকে ::এবার কেনাকাটা ছাড়াই ঈদ হবে সিলেটে। করোনার প্রভাবে এবার খুলবে না সিলেটের কোনো শপিং মল ও ব্যবসা প্রতিষ্ঠান। শুক্রবার দুপুরে সিলেট সিটি করপোরেশনে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ব্যবসায়ীরা স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে উপস্থিত একাধিক ব্যবসায়ী নেতা জানান, করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ১০ মে থেকে সিলেটের কোনো শপিং মল, মার্কেট ও ফ্যাশন হাউস না খোলার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। ঈদের আগে ব্যবসা প্রতিষ্ঠান না খোলার ব্যাপারেও সবাই একমত হন।
আমি ধন্যবাদ জানাই সিলেটের সকল ব্যবসায়ীকে এবং সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরীকে, তিনি অনেক কস্টের বিনিময়ে সকল ব্যবসায়ীকে এক করেছেন।
সিলেটের ব্যবসায়ী সমাজ যেখানে পবিত্র ঈদ উল ফিতরকে কেন্দ্র করে লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন সেখানে এই মহামারিতে ব্যবসায়ীরা যে ছাড় দিয়েছেন সেজন্য সিলেট ব্যবসায়ীদের কাছে কৃতজ্ঞ।
বেঁচে থাকলে বহু ঈদ মিলবে, আমরা যেন ঘরে বসে থাকি, বাইরে ঘুরাফেরা না করি, ঘরে বসে নামাজ পড়ি, কোরআন তিলাওয়াত করি, নফল ইবাদাত করি। আল্লাহ যেন সবাইকে ধৈর্যশক্তি ধরার তাওফিক দান করেন। . . . . . . . . .






