সমাজের মানুষকে নিয়েই স্বপ্নবাজ আনহারের বিরামহীন ছুটে চলা

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৭ মে ২০২০, ১২:৪৩ পূর্বাহ্ণবিশেষ প্রতিবেদন: আমিনুল ইসলাম আনহার- এক স্বপ্নবাজ তরুণ। সুন্দর আগামির প্রত্যাশায় আসহায় দরিদ্রদের নিয়ে যার অসীম পথচলা। শুধু বর্তমান মহামারী করোনা নয়, সব সময় অসহায় পীড়িতদের পাশে থাকার দৃঢ় প্রত্যয়ী এক নাম। সমৃদ্ধ দেশ ও জাতি গড়তে সরকার যেখানে কঠিন সংকল্পবদ্ধ, সেখানে আনহারের মতো তরুণরাই আগামির সুন্দর সমাজ বিনির্মানে হাতিয়ার। একটি এলাকা উন্নত হলে একটি দেশও উন্নয়নের পথে ধাবিত হয়। ঠিক তেমনি দক্ষিণ সুরমার সিলাম এলাকার স্থানীয় জনসাধারণ এই স্বপ্নবাজ তরুণকে নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে।
সিলেটের দক্ষিণ তীরবর্তী জনপদ দক্ষিণ সুরমা উপজেলায় সিলাম ইউনিয়নের গোয়ালগাউ গ্রামের শিক্ষিত ও সমাজ সচেতন যুবক আমিনুল ইসলাম আনহার। মাধ্যমিক বিদ্যালয়ের গন্ডি পেরুনোর আগেই সমাজ সেবায় হাতি খড়ি তার। এলাকার অসহায় দরিদ্র মেধাবী ছাত্রদের পাশে দাঁড়ান। সময় সুযোগমতো তাদের সহযোগিতা করেই যাচ্ছেন। কলেজ জীবনে এসেও তার এসব কার্যক্রম ক্ষান্ত হয়নি বরং সহপাঠীদের অনুপ্রেরণায় তার এসব সমাজকর্ম বেড়ে চলেছে। এলাকার মানুষদের সহযোগিতা প্রদানে আনহার বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন। তিনি গোয়ালগাউ যুব কল্যাণ সংস্থার সভাপতি, ফ্রীডম ব্লাড ডোনেশন ক্লাবের সভাপতি, সাউথ সুরমা এডুকেশন সোসাইটির সহ সাধারণ সম্পাদক, সদর দক্ষিণ ওয়েলফেয়ার ট্রাস্টের সহ সাধারণ সম্পাদক এবং শাহ পরাণ ট্রেনিং একাডেমির পরিচালক। যিনি প্রতিটি সংগঠনের মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।
বর্তমান করোনা মহামারীতে এলাকার জনসাধারণের পাশে এসে দাঁড়িয়েছেন আনহার। স্থানীয় জনসাধারণকে সচেতন করন, পরিস্কার পরিছন্নতা অভিযান, মাস্ক বিতরণ এবং অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করছেন প্রতিনিয়ত। শুধু সিলাম নয় উপজেলার লালাবাজার, তেতলী, জালালপুর সহ বিভিন্ন ইউনিয়নে তার এসব জনকল্যাণমুখী কার্যক্রম ইতি মধ্যে সকলের প্রসংশা কুঁড়াতে সক্ষম হয়েছে। তাতেও সন্তুষ্ট নয় স্বপ্নবাজ আনহার। আরো বেশী পরিসরে ব্যাপকভাবে অসহায়দের পাশে থাকার আগ্রহ রয়েছে তার। তার এ বিরামহীন ছুটে চলার মূল পুঁজি সমাজের মানুষের ভালোবাসা।
আলাপকালে আমিনুল ইসলাম আনহার জানান, সমাজ ও সমাজের মানুষকে নিয়েই তার এ পথ চলা। একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন তিনি। বর্তমান প্রেক্ষাপটে দেশের প্রতিটি সমাজ সচেতন ব্যাক্তিবর্গকে অসহায় দরিদ্রদের পাশে এগিয়ে আসা উচিত। একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠার মূল ভিত্তি হচ্ছে সকলের সম্মিলিত সহযোগিতা। . . . . . . . . .