নিখোঁজ ফটোসাংবাদিক শফিকুলের খোঁজ মিলেছে

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ মে ২০২০, ৬:৫৯ পূর্বাহ্ণনিখোঁজ ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজলের খোঁজ মিলেছে বলে জানিয়েছেন তাঁর ছেলে মনোরম পলক। প্রথম আলোকে শফিকুল ইসলামের ছেলে মনোরম পলক জানান, শনিবার দিবাগত রাত ২টা ৪৮ মিনিটে তাঁর বাবার সঙ্গে কথা হয়েছে। বেনাপোল থানার একজন পুলিশ সদস্যের ফোন থেকে তিনি পরিবারের সঙ্গে কথা বলেন। তিনি ভাল আছেন বলে জানান।
আজ রোববার ঢাকা থেকে পরিবারের সদস্যরা শফিকুল ইসলামকে আনতে যাবেন।
বেনাপোল থানার দায়িত্বরত পুলিশ সদস্য ওবায়দুর রহমানের সঙ্গে প্রথম আলোর কথা হয়। তিনি বলেন, শনিবার রাতে বিজিবি এক ব্যক্তিকে তাঁদের কাছে দিয়ে যান। পরে তাঁরা জানতে পারেন এই ব্যক্তিই নিখোঁজ ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজল।
গত ৮ মার্চ হাতিরপুলে নিজ কার্যালয় থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন।
প্রথম আলো
. . . . . . . . .