যুক্তরাজ্য প্রবাসী সামছু খাঁনের খাদ্যসামগ্রী বিতরণ

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৯ এপ্রিল ২০২০, ৭:০৭ অপরাহ্ণস্টাফ রিপোর্টার: দেশব্যাপী মহামারি নিরব ঘাতক করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে। আমাদের দেশে করোনাভাইরাস প্রতিরোধে প্রতিকূল অবস্থায় লকডাউনে সকল শ্রেণীর মানুষ। লকডাউনে বিপাকে পড়েছে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ।রিক্সাচালক, ঠেলাচালক, কেউ বাদ্যযন্ত্র বাজান, এমন পরিবার আজ অসহায় এবং অনাহারে দিন কাটছে তাদের। তাদের এমন করুন অবস্থার মধ্যে ওসমানী নগর উপজেলার কৃতি সন্তান, যুক্তরাজ্য প্রবাসী ও বিএনপি নেতা, শিক্ষানুরাগী জামাল খাঁন (সামছু) আর্ত-মানবতার সেবায় অসহায় মানুষের পাশে দাঁড়ান।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে ওসমানী নগর উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের ১নং ওয়ার্ডের নমসূত্র পাড়া ও শব্দকর পাড়ার নমসূত্র ও শব্দকর শতাধিক পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
যুক্তরাজ্য প্রবাসী জামাল খাঁন সামছু বলেন, করোনা মহামারিতে সমাজের বিত্তশালীরা যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাহলে কেউই না খেয়ে থাকবেনা। আসুন আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই। করোনা দিনদিন বাড়েই চলছে, আক্রান্তের সংখ্যাও বাড়ছে। তাই কষ্ট হলেও বাড়িতে থাকুন। আল্লাহ সবাইকে সুস্থ রাখুন (আমিন)। . . . . . . . . .