নিউইয়র্ক যুবলীগ সেক্রেটারি মাহমুদুর রহমানের পিপিই প্রদান

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২১ এপ্রিল ২০২০, ১১:২৬ অপরাহ্ণডেস্ক রিপোর্টঃ ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পুলিশ কর্মকর্তাদের মধ্যে যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা মাহমুদুর রহমানের পক্ষ থেকে পিপিই প্রদান করেন সিলেট-৩ আসনের মাননীয় সাংসদ জননেতা আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি মহোদয় এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি,সিলেট জেলা যুবলীগ নেতা মোহাম্মদ সালাউদ্দিন পারভেজ, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি জুনেদ আহমদ,সহ-সভাপতি মেহরাব হোসেন জুনেল সিলেট মহানগর ছাত্রলীগ নেতা আব্দুর রহমান লিমন,যুক্তরাষ্ট্র ছাত্রলীগ নেতা জাকের রহমান,মিজানুর রহমান,সরণ আহমদ প্রমুখ।
মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব মাহমুদ-উস-সামাদ চৌধুরী এমপি মহোদয় বলেন জাতির যেকোনো দুর্যোগ মুহূর্তে প্রবাসীরা যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সেই অবদান চিরদিন আমরা স্মরণ করব।প্রবাসীদের কল্যাণে সরকার সব ধরনের কাজ করে যাচ্ছে।অতীতের নেয়ায় প্রবাসীরাও জাতির দুর্যোগে যে কোন পরিস্থিতি মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এটা আমার প্রত্যাশা। . . . . . . . . .