সিলেটের পলাতক “করোনা” আক্রান্ত যুবককে পাওয়া গেছে

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২০ এপ্রিল ২০২০, ৬:৪৯ পূর্বাহ্ণস্টাফ রিপোর্টঃ
রাতভর খোঁজা-খুঁজির পর অবশেষে পাওয়া গেছে করোনা ভাইরাসে আক্রান্ত সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের ওই যুবককে। আজ সোমবার ভোর রাতে খাদিমপাড়া থেকে তাকে খোঁজে বের করা হয়।
খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এড. আফসর আহমেদ এর সত্যতা নিশ্চত করেছেন।
রবিবার রাতে করোনা আক্রান্ত হয়েছেন শুনার পর ওই যুবক খাদিমপাড়ার টিকলপাড়াস্থ শশুর বাড়ি থেকে পালিয়ে যান। পুলিশ, স্বাস্থ্য বিভাগ, স্থানীয় জনপ্রতিনিধি রাতভর খোঁজতে থাকেন করোনা ভাইরাসে আক্রান্ত আব্দুল আহাদকে। ভাইরাস ছড়িয়ে দেয়া নিয়ে চিন্তায় পড়ে যান প্রশাসনের কর্তা ব্যক্তিরা। হন্যে হয়ে খোঁজতে থাকেন সবাই। শেষে ভোর রাতে সবার সম্মিলিত চেষ্টায় তাকে খোঁজে বের করা সম্ভব হয়।
ভোর ৫টার দিকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের একটি অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালের আইসোলেশন বিভাগে নিয়ে আসা হয়েছে। আজ থেকে সেখানে তার চিকিৎসা শুরু হবে।
এর আগে রবিবার (১৯ এপ্রিল) সিলেট ওসমানী মেডিকেল কলেজের পরীক্ষাগারে ওই ব্যক্তির শরীরের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। আব্দুল আহাদ সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের টিকলপাড়াস্থ শশুর বাড়িতে থাকতেন। সে পেশায় একজন টমটম চালক। . . . . . . . . .