সুনামগঞ্জে “হাওর বাঁচাও” এর সুশীল নেতারা কোথায়?

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৯ এপ্রিল ২০২০, ১০:২৪ পূর্বাহ্ণমাহমুদুর রহমানঃ
হাওরের কৃষক-শ্রমিকের অধিকার আদায় তথা হাওরবাসীকে রক্ষার প্রত্যয় নিয়ে বছরতিনেক আগে জন্ম নিয়েছিল “হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও” নামের একটি সংগঠন। প্রথমদিকে শহরের সুধী সমাজের অনেকেই এতে যোগ দিয়েছিলেন।
কিন্তু সেই সঙ্গে অপরাজনীতির অংশ হিসাবে মুখোশধারী কিছু সুশীলকে সুকৌশলে এই সংগঠনে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। আওয়ামী-বিরোধী এবং দলে ঘাপটি মেরে থাকা চক্রান্তকারীদের এজেন্ট হিসাবে সেই সমস্ত সুশীলরা তাদের নিয়োগকর্তার আঙ্গুলের ইশারায় হাওর বাঁচাও নামের সংগঠনটিকে ব্যবহার করে আওয়ামী লীগ ও যুবলীগের পরীক্ষিত কিছু নেতার বিরুদ্ধে অপপ্রচারে মেতে উঠেছিলেন। অবশ্য তাদের কারো কারো বিরুদ্ধে বিভিন্ন দপ্তর থেকে অন্যায় সুযোগ গ্রহণের অভিযোগও শুনা যেতে থাকে।
প্রথম প্রথম সেইসব চিহ্নতমুখ এমন ভাব দেখালেন, যেন হাওর-কৃষি ও গণমানুষের অর্থনৈতিক মুক্তির জন্য জীবন উৎসর্গ করে দিতেও তারা প্রস্তুত। কিন্তু তাদের ষড়যন্ত্রের রাজনীতি ব্যর্থ হয়ে যাওয়ার পর ধীরে ধীরে তাদের হাওর বাঁচানোর কার্যক্রম স্তিমিত হয়ে আসে।
এর প্রমাণ, করোনাকালের মতো এই মহাদুর্যোগে ‘হাওর বাঁচাও’ এখন কোথায়? কোথায় তাদের সুশীল নেতারা?
এই মহামারীর সময় হাওরের কৃষকের পাশে তাদের টিকিটিও তো দেখা যাচ্ছে না। অথচ এই মুহূর্তে হাওরবাসীর জীবন চরম সংকটাপন্ন হয়ে পড়েছে।
সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে হাওরের হাজার হাজার কৃষক-পরিবার অনাহার-অর্ধাহারে দিন কাটাচ্ছে। সর্বোপরি ক্ষেতে এখন পাকা ধান, কিন্তু কৃষি-মজুরের অভাবে ধান কাটা যাচ্ছে না। অপরদিকে আগাম বন্যার পূর্বাভাসও পাওয়া যাচ্ছে। এই বছর যদি ফসলহানী হয়, তবে দেশে দুর্ভিক্ষ দেখা দেবে নিশ্চিত।
এরকম এক চরম সঙ্কটজনক পরিস্থিতিতে সাধারণ মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে, কোথায় আমাদের “হাওর বাঁচাও” এর সুশীল নেতারা?
লেখকঃঃ সাধারণ সম্পাদক, নিউইয়র্ক মহানগর যুবলীগ . . . . . . . . .