অবশেষে কাউন্সিলরের বাড়ি হতে ফেরত আসলো সিসিকের সেই চাল

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ এপ্রিল ২০২০, ৯:৩৬ অপরাহ্ণস্টাফ রিপোর্টঃ
প্রতারণার মাধ্যমে জনৈক কাউন্সিলর কর্তৃক নিয়ে যাওয়া ১২৫ বস্তা চাল অবশেষে ফেরত পেলো সিসিক। ৩ এপ্রিল শুক্রবার বিকালে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর নির্দেশে সিটি করপোরেশনের গাড়িযোগে চালগুলো ফেরত আনা হয়।
সিসিক সূত্রে জানা গেছে, করোনায় অসহায় মানুষের জন্য দলমত নির্বিশেষে সিসিক ফান্ডে চাল ও নগদ টাকা দেন বিত্তবান লোকজন। ১ এপ্রিল বুধবার সকালে অনেকটা জোর করেই ১২৫ বস্তা চাল নিয়ে যান ৩নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েক।
এ ব্যাপারে সিসিক’র নির্বাহী প্রকৌশলী রুহুল আমিন জানান, অনেকটা জোর করেই চাল নিয়ে যান ৩ নং ওয়ার্ড কাউন্সিলর লায়েক। বিষয়টি জানার পর মেয়রের নির্দেশে সেগুলো ফেরত আনা হয়। এখন প্যাকেট করে তাকে দেওয়া হবে।
৩নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েকের ব্যক্তিগত ফোনে যোগাযোগ করলে তার ব্যাক্তিগত সহকারী রবিউল ফোন রিসিভ করে বলেন, চালগুলো প্যাকেট করার জন্য দেওয়া হয়েছিল। কিন্তু শুক্রবার সিটি কর্পোরেশন চালগুলো ফেরত নিয়ে পুনরায় প্যাকেট করে দিয়েছেন। আর তাদের কাছে মেমোও রয়েছে। . . . . . . . . .