নিজ মালিকানাধীন বাসা ও দোকান ভাড়া মওকুফ করলেন সিলেটের খুরশেদ আলম

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩০ মার্চ ২০২০, ১০:৪১ অপরাহ্ণআব্দুল খালিক মিল্টনঃ
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে জকিগঞ্জ উপজেলার খলাদাপনিয়া গ্রামের বাসিন্দা, সৌদি আরব প্রবাসী খোরশেদ আলম নিজ মালিকানাধীন জকিগঞ্জের কালিগঞ্জ ও রতনগঞ্জ বাজারের দোকান কোটা ও সিলেট তামাবিল রোডস্থ দোকান কোটা এবং সিলেট উপশহরস্থ বাসার চলতি মাসের ভাড়া মওকুফ করে নজির স্থাপন করেছেন।
সোমবার (৩০মার্চ) খোরশেদ আলম এই তথ্য নিশ্চিত করেন সিলেটের কন্ঠকে ।
জকিগঞ্জ উপজেলাধীন কালিগঞ্জ বাজারের ছাত্তার এন্ড ছায়রা ম্যানসনে ৪ টি, রতনগঞ্জ বাজারে আলম ম্যানসনে ২৮ টি, সিলেটস্থ আলম ট্রেড ইন্টারন্যাশনাল তামাবিল রোড ৫ টি ও আলম ভিলা এইচ ব্লক উপশহর ৮ টি বাসার প্রত্যেক কে খোরশেদ আলম চলতি মাসের ভাড়া পরিশোধ না করার জন্য বলেছেন।
খোরশেদ বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এড়াতে সরকার সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। এই পরিস্থিতি বিবেচনা করে, আমাদের বাসা ও মার্কেটের সব দোকানের চলতি মাসের ভাড়া মওকুফ করেছি। পাশাপাশি সারা দেশের বাড়িওয়ালাসহ সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দেশের এই ক্রান্তিলগ্নে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।’ . . . . . . . . .