সাংবাদিক মুহিত চৌধুরীর মায়ের মৃত্যু পররাষ্ট্রমন্ত্রীর শোক

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০২০, ২:৩১ পূর্বাহ্ণডেস্ক রিপোর্টঃ
সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরীর মাতা সুলতানা নূর চৌধুরী ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (১০ মার্চ) সকাল ৬টায় সিলেট নগরীর তপোবন আবাসিক এলাকায় নিজ বাসভবনে শেষ নিঃশ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।
সুলতানা নূর চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, এমপি। তিনি এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এদিকে, পৃথক শোক বার্তায় অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ ও সহ-সভাপতি গুলজার আহমদ হেলাল, সহ-সাধারণ সম্পাদক তাওহীদুল ইসলাম, কোষাধ্যক্ষ মেহেদী কাবুলসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা মরহুমের প্রতি গভীর শোক প্রকাশ করেন এবং পরিবারপরিজনের প্রতি গভীর সমবেদনা কামনা করেন।
বাদ জোহর তপোবন জামে মসজিদে প্রথম জানাযা এবং বাদ মাগরিব বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের রহমতাবাদ মাদরাসা মাঠে দ্বিতীয় জানাযা শেষে চক্রবানী গ্রামে পারিবারিক গোরস্থানে মরহুমার মরদেহ দাপন সম্পন্ন হয়। জানাযায় রাজনীতিবিদ, পেশাজীবী, জনপ্রতিনিধিসহ সর্বস্তরের লোকজন অংশ নেন। . . . . . . . . .