দীর্ঘ দুই দশক পর আজ নওগাঁয় যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জেলার এটিম মাঠে আয়োজিত সমাবেশে বক্তব্য দেবেন তিনি। তার আগমন ঘিরে উৎসব বিরাজ করছে জেলার বিএনপি নেতাকর্মীদের মধ্যে।
সর্বশেষ ২০০৬ সালের ৫ জুন নওগাঁয় এসেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান।
সেবার তিনি নওগাঁর সাপাহার উপজেলায় এক সমাবেশে উপস্থিত হয়ে বক্তব্য রেখেছিলেন।এবার তাঁর আগমনকে ঘিরে দলীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ব্যাপক ভাবে প্রাণচাঞ্চল্যতা ছড়িয়ে পড়েছে নওগাঁ সদরসহ জেলার ১১টি উপজেলায়। সাধারণ মানুষ অধির আগ্রহ নিয়ে অপেক্ষায় তারেক রহমানকে সরাসরি এক নজর দেখার জন্য, তাঁর বক্তব্য শোনার জন্য।
সকলের দৃষ্টি আজ নওগাঁর এটিম মাঠের দিকে।তারেক রহমান আজ বিকেল সাড়ে ৫টায় নওগাঁ এটিম মাঠে বক্তব্য রাখবেন বলে জানান নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান। বিএনপির স্থানীয় দলীয় নেতৃবৃন্দ জানান তারেক রহমান এই সমাবেশে বিএনপির মনোনীত প্রার্থীদের জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন। একইসঙ্গে দেশের জনগণের কাছে বিএনপির রাজনৈতিক অঙ্গীকার ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন।
প্রসঙ্গত, তারেক রহমানের নওগাঁয় আগমনের বিষয়টি চূড়ান্ত হয়েছিল গত ২৫ জানুয়ারি। সমাবেশের স্থান পরিদর্শন করেছিলেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। ওইদিন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকত নওগাঁ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন। পরিদর্শন শেষে নওগাঁ শহরের ঐতিহ্যবাহী নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ের এটিম মাঠকে সমাবেশের জন্য চূড়ান্ত ভাবে নির্ধারণ করা হয়। এরপর নওগাঁ শহরের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সমাবেশের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকত।
ইতোমধ্যে তার আগমনকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতসহ প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।