ইরান বিক্ষোভে নিজের মৃত্যুর খবর, হতবাক ইসরায়েলি তরুণী
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৮ জানুয়ারি ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ণ
ইসরায়েলের একজন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত ভুয়া প্রতিবেদনের সত্যতা উন্মোচন করেছেন; যেখানে দাবি করা হয়েছিল যে তিনি ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত হয়েছেন। তিনি জানান, বাড়িতে বসে নিজের মৃত্যুর খবর পড়ে তিনি হতবাক হয়ে যান।
নোইয়া সিয়োন নামের ওই ইসরায়েলি অ্যাক্টিভিস্ট ইসরায়েলের শিল্পীদের জন্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট পরিচালনা করেন। তিনি বলেন, ইরান বিক্ষোভে নিহতদের একজন হিসেবে ইসরায়েলের বেসরকারি টিভি চ্যানেল ১২-এ নিজের ছবি দেখে তিনি স্তব্ধ হয়ে যান।
এরপর নোইয়া সিয়োন মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে একটি ভিডিও পোস্ট করে প্রকাশ্যে এই দাবিগুলো অস্বীকার করেন। ভিডিওতে তাকে স্পষ্টতই বিস্মিত অবস্থায় দেখা যায়, যখন তিনি টিভিতে নিজের মৃত্যুর খবর ও ছবি দেখার প্রতিক্রিয়া জানাচ্ছিলেন।
যেসব ইসরায়েলি গণমাধ্যম এই ভুয়া খবর ছড়িয়েছিল, তারা কেউই প্রকাশ্যে ক্ষমা চায়নি। চ্যানেল ১২, যারা প্রথম এই দাবি প্রচার করে সোমবার জানায়— ইরান বিক্ষোভে নিহত ইহুদি ভুক্তভোগীদের কথিত ছবিগুলো বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল, যার মধ্যে ইসরায়েলও ছিল।
দায় এড়ানোর চেষ্টা করে চ্যানেলটি বলে, এক দিন আগেই ইরানে চারজন ইহুদি নিহত হওয়ার খবর বেরিয়েছিল এবং সেই ছবিগুলো বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।




