মৌলভীবাজারে পৃথক অভিযানে ৯টি এয়ারগান উদ্ধার
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০২৬, ১২:০৫ অপরাহ্ণ
মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে নয়টি এয়ারগান উদ্ধার করেছে র্যাব। সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে র্যাব-৯-এর গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ১০টার দিকে কমলগঞ্জ থানাধীন আদমপুর ইউনিয়নের কাটাবিল রোডের কলাবাগান এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি এয়ারগান উদ্ধার করা হয়।
এ ছাড়া একইদিন রাত ১২টার দিকে মৌলভীবাজার সদর থানাধীন কাগাবলা ইউনিয়নের গোপলা নদীর পশ্চিম পাশে ঝোপের ভেতর থেকে প্লাস্টিকের বস্তায় মোড়ানো আরও চারটি এয়ারগান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
র্যাব জানায়, উদ্ধারকৃত এয়ারগানের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাশকতার কাজে ব্যবহারের উদ্দেশ্যেই এসব এয়ারগান সংগ্রহ করা হয়েছিল।
এ বিষয়ে র্যাব-৯-এর গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং উদ্ধারকৃত এয়ারগানগুলো আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।




