দক্ষিণ কোরিয়ার শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশ করার হুমকি ট্রাম্পের
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ণ
দক্ষিণ কোরিয়ার ওপর আরোপিত শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশ করার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় গতকাল সোমবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ হুশিয়ারি দেন। মূলত ওয়াশিংটনের সঙ্গে করা একটি বাণিজ্য চুক্তি দ্রুত অনুমোদন না করায় পূর্ব এশিয়ার দেশটিকে এ হুঁশিয়ারি দেন তিনি।
ট্রাম্প লেখেন, দক্ষিণ কোরিয়ার আইনসভা যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তির শর্ত মানছে না। প্রেসিডেন্ট লি এবং আমি ২০২৫ সালের ৩০ জুলাই উভয় দেশের জন্য একটি দারুণ চুক্তিতে পৌঁছাই, এবং ২০২৫ সালের ২৯ অক্টোবর আমি কোরিয়ায় থাকাকালে আমরা আবারও এসব শর্ত নিশ্চিত করি। তাহলে কোরিয়ার আইনসভা এটি অনুমোদন করেনি কেন?’
এদিকে দক্ষিণ কোরিয়ার আইনসভা যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তির শর্ত মানছে না বলেও অভিযোগ করেন ট্রাম্পের।
উল্লেখ্য, গত বছর সিউলে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ংয়ের সঙ্গে বৈঠকের পর বাণিজ্য ও নিরাপত্তা বিষয়ে দুই দেশ একটি চুক্তিতে পৌঁছায়। ওই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার যানবাহন, গাড়ির যন্ত্রাংশ, ওষুধ ও অন্যান্য পণ্যের ওপর শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করেছিল।
চুক্তিতে আরও বলা হয়, দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের কয়েকটি গুরুত্বপূর্ণ খাতে, যেমন সেমিকন্ডাক্টর, জাহাজ নির্মাণ ও বায়োটেকনোলজিতে মোট ৩৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে।




