স্পেনে ফের ট্রেন দুর্ঘটনায় চালক নিহত, আহত অনেকে
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ণ
স্পেনের দক্ষিণাঞ্চলে রবিবার দুটি ট্রেনের সংঘর্ষের ঘটনার কয়েক দিনের মধ্যেই আবার দুর্ঘটনা ঘটেছে। বার্সেলোনার কাছে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে একজন ট্রেনচালক নিহত হয়েছেন। এ ছাড়া এ ঘটনায় অন্তত ৩৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে। যাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।
কাতালোনিয়ার আঞ্চলিক অগ্নিনির্বাপণ পরিদর্শক ক্লৌদি গ্যালার্দো জানান, ট্রেনের সব যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। স্পেনের উত্তর-পূর্বাঞ্চলে প্রবল ঝড়ের কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। খারাপ আবহাওয়ার কারণে স্পেনের পূর্ব ও উত্তর-পশ্চিম উপকূলীয় এলাকাগুলোতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
পরে জানানো হয়, ট্রেনের ভেতরে আর কেউ আটকে নেই। তবে সম্ভাব্য অন্য কোনো হতাহত আছে কি না, তা নিশ্চিত করতে এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।
পরিষেবা বন্ধ
মঙ্গলবার বার্সেলোনার কমিউটার রেল নেটওয়ার্কে আরেকটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। স্পেনের রেল কর্তৃপক্ষ আদিফ জানিয়েছে, ঝড়ের কারণে রাস্তা থেকে সরে আসা একটি পাথরের সঙ্গে ধাক্কা লেগে ট্রেনের চাকা ক্ষতিগ্রস্ত হয়। ট্রেনটি বার্সেলোনার উত্তর-পূর্বে ব্লেন্স ও ম্যাকানেট-মাসানেস এলাকার মধ্যে চলছিল।
এর দুই দিন আগেই আন্দালুসিয়ার আদমুজে দুটি দ্রুতগতির ট্রেনের ভয়াবহ সংঘর্ষ হয়। সেই দুর্ঘটনাটি গত এক দশকের মধ্যে স্পেনের অন্যতম ভয়াবহ রেল দুর্ঘটনা বলে ধরা হচ্ছে। ওই ঘটনায় মাদ্রিদগামী একটি ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে বিপরীত লাইনে চলে গেলে সামনে থেকে আসা আরেকটি দ্রুতগতির ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অন্তত ৪২ জন মারা যান।
সূত্র : আল অ্যারাবিয়া।




