ভোরে ঘুম থেকে ওঠার উপকারিতা
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ণ
ব্যস্ত জীবনে অধিকাংশ মানুষই আজকাল অনিয়মিত লাইফস্টাইলে অভ্যস্ত হয়ে উঠেছে। অনেকেই দেরী করে ঘুমাতে যান, ঘুম থেকে উঠেনও অনেক দেরিতে। আর এই কারণেই নানাভাবে শরীরের ক্ষতি হচ্ছে। অথচ সুস্থ থাকতে চাইলে শরীরের প্রতি বিশেষভাবে যত্নবান হতেই হবে। তাই সারাদিন ফুরফুরে থাকতে ভোরেই উঠুন ঘুম থেকে। এতে মিলবে একাধিক উপকার। সকাল সকাল ঘুম থেকে ওঠার রয়েছে হাজারও উপকারিতা । যেমন-
উৎপাদনশীলতা বাড়বে
সকালে ঘুম থেকে উঠলে মাথা একেবারে পরিষ্কার থাকে। এর ফলে নিজের সারাদিনের কাজের পরিকল্পনা ছকে ফেলার সুযোগ মিলবে। এতে উৎপাদনশীলতা বাড়বে।
শরীরচর্চার সময়
সুস্থ থাকতে শরীরচর্চার বিকল্প নেই। এজন্য সকালে ঘুম থেকে ওঠা জরুরি। তাহলে শরীরচর্চার জন্য হাতে কিছুটা সময় পাবেন। এর ফলে ওজন নিয়ন্ত্রণে থাকে। এমনকী হৃৎপিণ্ডের নানা রোগও এড়িয়ে যেতে পারবেন।
ঘুমের সমস্যা কমবে
তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে স্লিপ-ওয়েক সাইকেল সঠিক নিয়মে ফিরে আসবে। ফলে রাতে ভালো ঘুম হবে । তাছাড়া ঘুমের একটা নির্দিষ্ট সময় বাঁধা থাকলে শরীরও ঝরঝরে থাকবে।
ইমিউনিটি বাড়বে
সকালে ঘুম থেকে উঠে সূর্যালোকে দাঁড়াতে পারলে খুবই ভালো। এতেই শরীরে ভিটামিন ডি-র সংশ্লেষ বাড়বে। সেই সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে। অসুখ বিসুখ সহজে কাবু করতে পারবে না।
সময় নিয়ে খাবার খাওয়া
সময়ের অভাবে অনেকেই নাশতা সারেন প্যাকেটজাত খাবার খেয়ে। তবে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে হাতে অনেকটা সময় পাওয়া যায়। তখন নিজেই খাবার বানিয়ে নিতে পারবেন। তাতে স্বাদ-স্বাস্থ্য দুই-ই ঠিক থাকবে।
মানসিক চাপ কমবে
সকালে ঘুম থেকে উঠলে শান্ত, নির্ঝঞ্ঝাট পরিবেশে নিজের সঙ্গে কিছু সময় কাটাতে পারবেন। যোগা, প্রাণায়ম করতে পারেন। এতে মানসিক চাপ-উদ্বেগ দূরে থাকবে। মানসিক স্বাস্থ্যও ভালো থাকবে।
একাগ্রতা বাড়বে
সকালে কাজে ব্যাঘাত ঘটানোর জন্য অত ঝামেলা থাকে না। সেই সময় নিজের কাজে মন দিতে পারবেন। ফলে মনের মতো ফলও মিলবে।




