শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে উত্তাল সিলেট
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২০ জানুয়ারি ২০২৬, ১২:৩১ অপরাহ্ণ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নির্বাচন স্থগিতের খবর ছড়িয়ে পড়ার পরপরই শাবিপ্রবির শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসে সিলেট–সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন। এতে কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরের উদ্যোগে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিকেল ৩টায় বন্দরবাজার কোর্ট পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে চৌহাট্টায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম বলেন, বিএনপি ও ছাত্রদল ফ্যাসিবাদী মানসিকতা ধারণ করতে চায়। এ দেশের ছাত্রসমাজ জানে কীভাবে ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হয়।
তিনি বলেন, ডাকসু, জাকসু, রাকসু, চকসু ও জকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্রকারীরা ব্যর্থ হয়েছে। সর্বশেষ শাকসু নির্বাচন বানচাল করতে না পেরে হাইকোর্টকে ব্যবহার করে নির্বাচন স্থগিত করা হয়েছে। তবে সকল ষড়যন্ত্র উপেক্ষা করে ছাত্রসমাজ শাকসু নির্বাচন আদায় করে নেবে, ইনশাআল্লাহ।
কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শাহীন আহমদের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি শহীদুল ইসলাম সাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদ ও সিলেট জেলা পশ্চিম সভাপতি আবু জুবায়ের।
বিশেষ অতিথির বক্তব্যে শরীফ মাহমুদ বলেন, স্বৈরাচারের পতনের পর আমরা আশা করেছিলাম দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান অস্ত্রের ঝনঝনানি থেকে মুক্ত হবে এবং শিক্ষার্থীদের মৌলিক অধিকার নিশ্চিত হবে। কিন্তু ডাকসুসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ নির্বাচন পরিকল্পিতভাবে বানচালের চেষ্টা করা হয়েছে।
তিনি আরও বলেন, শাকসু নির্বাচন বন্ধ করতে বিএনপি-ছাত্রদল নির্বাচনের ঠিক একদিন আগে হাইকোর্টে রিট করে নির্বাচন স্থগিত করেছে, যা সিলেটবাসী কখনো মেনে নেবে না।
সভাপতির বক্তব্যে শাহীন আহমদ বলেন, একটি দেশবিরোধী শক্তি ছাত্রসংসদ নির্বাচনকে ভয় পেয়ে হাইকোর্টে রিট করে শাকসু নির্বাচন স্থগিত করেছে। এই সিদ্ধান্ত আমরা মেনে নেব না।
তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ছাত্রসংসদ নির্বাচন সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য অধিকার। প্রশাসন যদি কোনো পক্ষের তাবেদারি করে, তবে ছাত্রশিবির শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে সেই অধিকার আদায় করে নেবে।
বিক্ষোভ মিছিলে ছাত্রশিবির সিলেট মহানগরের বিভিন্ন স্তরের নেতাকর্মী ছাড়াও সহস্রাধিক সাধারণ শিক্ষার্থী অংশ নেন।


