কোম্পানীগঞ্জে আব্দুর রাজ্জাক স্মৃতি মেধা বৃত্তি প্রদান
কোম্পানীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১৮ জানুয়ারি ২০২৬, ৪:৪৭ অপরাহ্ণ
সিলেটের কোম্পানীগঞ্জে মরহুম আব্দুর রাজ্জাক স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ১ম মেধা বৃত্তি পরীক্ষার সনদ ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। রবিবার পাড়ুয়া নোয়াগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসায় এ বৃত্তি ও সনদ প্রদান করা হয়।
এর আগে গত ১৫ নভেম্বর উপজেলার ৮টি হাইস্কুল ও ৩টি মাদ্রাসার ১৬৩ জন ৭ম শ্রেণির শিক্ষার্থী এতে অংশ গ্রহণ করছেন। তাদের মধ্য থেকে ৩৯ জন শিক্ষার্থী মেধা বৃত্তি লাভ করেন। এই ৩৯ জনের মধ্যে ১১ জন ট্যালেন্টপুল ১৭ জন সাধারণ ও ১১ জন বিশেষ বৃত্তি লাভ করেন। ট্যালেন্টপুল বৃত্তি প্রাপ্ত ১১ জনকে নগদ আড়াই হাজার টাকা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। তাছাড়া সাধারণ বৃত্তি প্রাপ্তদের ১৫’শ এবং বিশেষ বৃত্তি প্রাপ্তদের ১ হাজার টাকা ও সনদ প্রদান করা হয়।
মরহুম আব্দুর রাজ্জাক স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান নজরুল ইসলামের সভাপতিত্বে বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম।
এসময় বক্তারা বলেন মরহুম আব্দুর রাজ্জাক ছিলেন অবিভক্ত ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান ও সালিশি ব্যক্তিত্ব। এছাড়াও পাড়ুয়া নোয়াগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসার ভূমি দাতা ও প্রতিষ্ঠাতা তিনি। বক্তারা আরো বলেন এই মেধা বৃত্তি এলাকার ছাত্রছাত্রীদের শিক্ষার মানোন্নয়নে ভুমিকা রাখবে।
মরহুম আব্দুর রাজ্জাকের বড় ছেলে ও স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান নজরুল ইসলাম জানান স্মৃতি ফাউন্ডেশন প্রতিষ্ঠার প্রথম বছরেই আমরা ৭ম শ্রেণীতে এই মেধা বৃত্তি প্রদান করেছি। পরবর্তী বছরে অন্যান্য ক্লাসেও এই বৃত্তি পরীক্ষা নেওয়া হবে। তাছাড়া রমজানে কোরআন প্রতিযোগিতারও আয়োজন করা হবে। তিনি আরো বলেন আমার বাবা ছিলেন একজন শিক্ষানুরাগী তার দেখানো পথে আমিও এলাকার শিক্ষার্থীদের মেধা বিকাশ ও মানোন্নয়নে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও এই ফাউন্ডেশন শিক্ষা সামাজিক ও ধর্মীয় কাজে অবধান রাখবে।
পাড়ুয়া নোয়াগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক আবু বক্কর ছিদ্দিক এর পরিচালনায় বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রফিকুল ইসলাম (ঠান্ডা স্যার), কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান লাল মিয়া, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, যুগ্ম সম্পাদক আকবর রেদওয়ান মনা, চুনাপাথর আমদানি কারক গ্রুপের সহ-সভাপতি বশির আহমদ, ব্যবসায়ি আব্দুল আউয়াল, পাড়ুয়া নোয়াগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার হাবিবুর রহমান, ভোলাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, খেলাফত মজলিসের উপজেলা সভাপতি হাফিজ মাসুম আহমদ, পাড়ুয়া নোয়াগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহ সুপার তৌফিক মিয়া খান, ব্যবসায়ি আব্দুল হামিদ বাবু, আনোয়ার হোসেন আনু মিয়া, আব্দুল হেকিম, জসিমুল ইসলাম আঙ্গুর, আনেয়ার হোসেন আনাই, ফজল মিয়া প্রমুখ।
সিলেটসংবাদ/হা



