সুনামগঞ্জ ১ ও ৩ আসনে জোটের প্রার্থী রফিক ও পাশা
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৬ জানুয়ারি ২০২৬, ৪:৩৮ অপরাহ্ণ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১১ দলীয় জোটের প্রার্থী হিসাবে আলোচিত সুনামগঞ্জ ১ আসনে জোটের প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. রফিকুল ইসলাম চৌধুরী।
আর সুনামগঞ্জ ৩ আসনে জোটের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ শাহীনুর পাশা চৌধুরী।
এই ঘটনার মধ্য দিয়ে সুনামগঞ্জে জোটের প্রার্থী তালিকা নিয়ে চলমান অস্থিরতার অবসান হয়েছে। একেই সাথে দুটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী থাকছেন না।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ৮টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোটের পক্ষে আসন সমঝোতার ঘোষণা দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
তবে সুনামগঞ্জের পাঁচটি সংসদীয় আসনের মধ্যে ব্যাপক আলোচিত সুনামগঞ্জ ১ আসন। এই আসনে দীর্ঘদিন ধরে মাঠে কাজ করা ও সাংগঠনিক ভাবে শক্তিশালী অবস্থানে থাকার পরও আসন সমঝোতার অংশ হিসেবে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা তোফায়েল আহমেদ খান না থাকায় এ আসনে নেতাকর্মী সমর্থকদের মধ্যে স্থবিরতা চলছে। এছাড়াও সুনামগঞ্জ ৩ আসনে জামায়াতে ইসলামীর ইয়াসীন খান মনোনয়ন থেকে বাদ পড়েছেন।
এতে করে ঐসব নির্বাচনী এলাকায় ভোট গন জোটের প্রার্থীদের কি ভাবে গ্রহণ করে তাই এখন দেখার বিষয় বলে মনে করছেন সচেতন মহল।


