খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৯ জানুয়ারি ২০২৬, ১০:০২ অপরাহ্ণ
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালকে পাঠানো এক শোকবার্তায় তিনি শোক প্রকাশ করেন।
শোকবাতায় ফিফার সভাপতি লেখেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পথিকৃৎ ব্যক্তিত্ব ছিলেন। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্থায়ী উদাহরণ ও উত্তরাধিকার রেখে গেছেন।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক ফুটবল অঙ্গন থেকে ফিফা বাংলাদেশ সরকার, বাফুফে এবং পুরো দেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। এই শোকবার্তা পেয়ে আন্তর্জাতিক ফুটবল সম্প্রদায়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে ফুটবল ফেডারেশন(বাফুফে)
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর সালে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে দেশ-বিদেশে ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে। জাতিসংঘের প্রধান মহাসচিব আন্তোনিও গুতেরেস থেকে বিশ্ব নেতারা গণতান্ত্রিক যাত্রায় তার অবদান তুলে ধরে শোক প্রকাশ করেছেন।




