কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের উদ্যোগে শীতবস্ত্র ও হুইল চেয়ার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০৫ জানুয়ারি ২০২৬, ১:৩৭ অপরাহ্ণ
সিলেটের কোম্পানীগঞ্জে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে শীতবস্ত্র ও হুইল চেয়ার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় উপজেলার সৈয়দ শাহ (রহ.) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদ (কোছাপ)-এর উদ্যোগে আয়োজিত এ মানবিক কর্মসূচিতে এলাকার শীতার্ত, অসহায় ও শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র ও হুইল চেয়ার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদ (কোছাপ) এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ঠান্ডা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুল, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলিম, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, ৫ নং ওয়ার্ড এর মেম্বার আব্দুল মতিন।
কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, তজম্মুল আলী সুন্দর, সাংবাদিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক মো: শাহীন আলম।
সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মো: মারজান উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের দপ্তর সম্পাদক মইনুল ইসলাম,সহ- ক্রীড়া সম্পাদক শাহিন আলম, ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন ছাত্র পরিষদ এর সভাপতি আদনান, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমেদ।
সহ অন্যান্য নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্বেচ্ছাসেবকরা।
এ সময় বক্তারা বলেন, শীত মৌসুমে অসহায় মানুষের কষ্ট লাঘবে সমাজের সামর্থ্যবানদের এগিয়ে আসা জরুরি। মানবিক দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
শীতবস্ত্র ও হুইল চেয়ার পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়
সিলেটসংবাদ/হা




