মাধবপুরে ৫০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৪ জানুয়ারি ২০২৬, ৬:৪৭ অপরাহ্ণ
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (৪ জানুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধীনস্থ হরষপুর বিওপির একটি টহলদল সীমান্ত পিলার-২০০০/এমপি থেকে ২০০ গজ ভিতরে মাধবপুর উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে পরিত্যক্ত অবস্থায় ৫০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়, যার আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৭৫ হাজার টাকা।
সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন,” উদ্ধারকৃত গাঁজার বিষয়ে হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে অবহিত করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে গাঁজা ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরো বলেন,” সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।




