কানাইঘাটে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০২ জানুয়ারি ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ণ
সিলেটের কানাইঘাট উপজেলায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে সরকারি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টায় কানাইঘাট পৌরসভাস্থ রায়গড় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ২’শ ৭০ জন দরিদ্র ও শীতার্ত মানুষের হাতে ১টি করে কম্বল তুলে দেওয়া হয়।
কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাপস চক্রবর্তী,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাপস চক্রবর্তী, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ পনিরুজ্জামান,প্রাথমিক শিক্ষা দপ্তরের ট্রেনিং ইন্সট্রাক্টর মোঃ মনজুরুল ইসলাম সহ স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ।
জানা গেছে, প্রচণ্ড শীতে নিম্ন আয়ের মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যে সরকারের পক্ষ থেকে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।এ উপলক্ষেল ক্ষীপ্রসাদ পশ্চিম,বড়চতুল ও কানাইঘাট সদর ইউনিয়নের হতদরিদ্র প্রকৃত ও উপযুক্ত উপকারভোগীদের নির্বাচন করে ইউনিয়ন ভিত্তিক তালিকা অনুযায়ী উপজেলা প্রশাসনের সরাসরি তত্ত্বাবধানে কম্বল বিতরণ করা হয়।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) তাপস চক্রবর্তী বলেন,শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো সরকারের মানবিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।




